1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

যশোরে সোনা ও নগদ টাকা লুটের অভিযোগে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার

কাগজ সংবাদ:যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ায় এক নারীর বসতবাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে আহত ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন গোলাম মোস্তফার মেয়ে ভুক্তভোগি নারী আসমা।বিচারক অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, প্রতিবেশী রেজাউল মল্লিক, মিন্টু, আরমান, রেখা বেগম, ইসরাইল মল্লিক, নার্গিস বেগম, জান্নাতুল ও ইয়াসিন মল্লিক।

মামলায় বাদী উল্লেখ করেন, তার স্বামী প্রায় দুই বছর আগে সৌদিতে যান। তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। গত পহেলা জুলাই রাত সাড়ে ১১ টায় আসামিরা লোহার রড, দা, লাঠি নিয়ে তার বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় আরমান মল্লিক পাইপগান দিয়ে তার মাথায় আঘাত করেন এবং মিন্টু তার শ্লীলতাহানী ঘটায়।

রেখা বেগম তার চুলের মুঠি ধরে বেধরক মারপিট করেন। এ সময় অন্যরা ঘরের ভিতর প্রবেশ করে ৩০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে এবং আলমারিতে রাখা দুই লাখ টাকা ও তিন ভরি সোনা লুট করে নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে আসমাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews