1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

নেছারাবাদে মোটরসাইকেল চালকের ঘর থেকে অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে মো. বাদল হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল চালকের বসতঘর থেকে একটি দেশীয় অস্ত্র (পাইপগান) উদ্ধার করেছে পুলিশ। মো. বাদল হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেসন্ডা গ্রামে মৃত তাবারেক আলী হাওলাদারের ছেলে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে এ অস্ত্র উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম হোসেন বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাদলের ঘর থেকে একটি অস্ত্র উদ্ধার করেছি। তবে অস্ত্রটি সচল না অচল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

স্থানীয় ইউপি সদস্য গৌতম পাল বলেন, সন্ধ্যার পরে মটরসাইকেল চালক বাদলের ঘর থেকে পুলিশ পাইপগানটি উদ্ধার করে। শুনেছি, বাদল নিজেই ঘরে অস্ত্রটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাদল হোসেনও বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে আমার স্ত্রী পপি বেগম ঘরে অস্ত্রটি দেখতে পান। পরে আমি বড় ভাইকে জানাই এবং পরে আমি থানায় খবর দেই। পুলিশ এসে অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আমি দুপুর থেকে রাত পর্যন্ত থানায় ছিলাম।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন বলেন, বাদলের কাঠের ঘরের ভাঙ্গা জানালার উপরে কাঠের সাথে ছিল। সেই জানালার পাশে পাইপগানটি পড়ে থাকতে দেখে বাদল নিজেই আমাদের খবর দেয়। তাই এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews