
ক্রীড়া ডস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৬ অক্টোবর। সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনের বৈধতা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক।সাবেক অধিনায়ক তামিম ইকবাল এ নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও নানা অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ভোটও দেননি তিনি। আজ এক সংবাদ সম্মেলনে তামিম স্পষ্টভাবে বলেছেন, ৬ অক্টোবর যা হয়েছে, সেটাকে আমি কোনো নির্বাচন মনে করি না।তিনি আরও বলেন, আমি মনে করি, যখন কোনো বিষয় আলোচনায় (নেগোসিয়েশনে) থাকে, সেটি প্রকাশ্যে আনা উচিত নয়।
তবে এটাকে নির্বাচন বলা যাবে না, এটি হাস্যকর ছাড়া আর কিছু নয়।অন্যদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল বিসিবির একটি অংশ। তাদের দাবি ছিল—নির্বাচন স্থগিত করা হোক। সেই দাবি না মানায় আজ ৪৮টি ক্লাব ঘোষণা দিয়েছে ঘরোয়া ক্রিকেট বর্জনের।এই ক্লাবগুলো একযোগে জানায়, তারা আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ হিসেবে মানতে নারাজ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, এবং বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
Leave a Reply