1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

শাপলা না পেলে আইনিভাবে লড়াই করবো: সারজিস আলম

  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার

 

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো। তিনি বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। শাপলার জন্য প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো এনসিপি পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করবে না।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা উপজেলার এনসিপির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews