নড়াইল, প্রতনিধিঃ “
দোকানের খাবার নয়, মায়ের হাতের রান্না করা খাবারই মজাদার ও স্বাস্থ্যকর” এই বিষয়ে পেড়লী ও পাঁচগ্রাম আন্তঃ ইউনিয়ন বিতর্ক প্রতিযোগিতায় বিষয়োক্ত পক্ষদল পূর্ব পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী ও বিপক্ষদল পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজিত হয়েছে।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীস্থ হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সাদিকা হাফিজ অডিটোরিয়ামে তৃতীয় হতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রপ্ত) আলমগীর হোসেন এর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একই মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবু। বিশেষ অতিথি ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, বিশিষ্ট সমাজ সেবক কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য লাহুয়ার রহমান শিকদার, এ্যাড. এস, এম, কামাল হোসেন, মোঃ মাকসুদ শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাকিলা মেহবুবা কাদেরী শম্পা, প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ অহিদুল মল্লিক, মেরিনা খানম, মোঃ ইস্রাফিল মোল্যা, খন্দকার আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। সহকারী শিক্ষক আল-হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন কালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুমার রহমান মাসুম।
বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ সামছুর রহমান, পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক ও চরজামরিলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় উপরোক্ত বিষয়ের পক্ষদলে পাঁচগ্রাম ইউনিয়নের পূর্ব পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানভীর আনজুম (দলনেতা), জেবা চৌধুরী ও রোজা এবং বিপক্ষদলে পিরোলী ইউনিয়নের পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লুবাবা খাতুন (দলনেতা), ফাহমিদা হাসান রাকা ও মোঃ আফিফ ইসলাম অংশগ্রহণ করে তাদের প্রাণবন্ত উপস্থাপনা, যুক্তিখন্ডন ও দৃষ্টিনন্দন বাচন ভঙ্গি প্রকাশ করে। প্রতিযোগিতায় তানভীর আনজুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দু’টি ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।#সবই সংগীত
Leave a Reply